লেবেল

শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২

শারদ অর্ঘ্য।। মা আসছে —১৪।।সবার কাছে লজ্জা— বিদ্যুৎ মিশ্র।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 




শারদ অর্ঘ্য 

মা আসছে —১৪



সবার কাছে লজ্জা

বিদ্যুৎ মিশ্র

দুর্গা মা খুব ব্যস্ত এখন আশ্বিন এলো চলে
পুজো পুজো ধুম লেগেছে প্যান্ডেলে মন ঢলে
শারদ প্রাতে শিউলি ঝরে কাশ ফুটেছে পাড়ে
সাদা সাদা মেঘের সারি সবার নজর কাড়ে
গনেশ কেতো বলছে এবার থিম হয়েছে খাসা
লক্ষ্মী সরো করছে হিসেব ব্যপার সর্বনাশা ।
আটার ঠাকুর পাঁঠার ঠাকুর মূর্তি গড়ে নিমের
আজগুবি সব পাগল গুলো হুজুগ শুধু থিমের
কেউ বা গড়ে জুতো দিয়ে বিশাল পারদর্শী
কেউ বা গড়ে মদের বোতল শিল্পী যেন চর্সি
পুজো পুজো ধুম লেগেছে চাই না অর্ডিনারি
লেজার রে তে মন্ডপ গুলো লাগছে বলিহারি
সিক্স পেগ নিয়ে অসুর এখন শুনছি বঙ্গক্রাশ
গনেশ কেতো ইনসিকিউরড উঠছে নাভিশ্বাস ।
সেল্ফি নিয়ে ব্যস্ত যখন যতো নিব্বা নিব্বি
দুর্গা বলেন চুপ করে যা তোদের মাথার দিব্যি
ইচ্ছে মতন সাজাতে চাও দিই নি বাধা আমি
অদ্ভুতুড়ে প্যান্ডেলেতে ডিজাইন হোক নামি
বটি দিয়েচটি দিয়েজুতো দিয়ে সজ্জা
থিমের নামে বাঙালী রে সবার কাছে লজ্জা








কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন