লেবেল

শনিবার, ১ নভেম্বর, ২০২৫

।। প্রতিদিন বিভাগ।। ।। নভেম্বর সংখ্যা।। ।। বিষয় - বাবা— ২।। ঠাকুরদা — অমিত কাশ‍্যপ।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।



                 ।।  প্রতিদিন বিভাগ।। 

              ।।  নভেম্বর সংখ্যা।। 

              ।।  বিষয় - বাবা— ২।।





ঠাকুরদা

অমিত কাশ‍্যপ


গোয়াল দেখে, সমস্ত ঘর দেখে, সদর দিতেন 

মা কখন শুতেন, কখন উঠতেন, জানতাম না 

এক ঘোর তখন, মা কপালে জোরহাত করে 

দুগ্গা দুগ্গা

তখন প্রভাতের রং লাগছে আকাশে 


আমরা ছোট ভাই-বোন বুঝতাম, বাবা বেরলেন

অনেকটা পথ, কখনো পায়ে হেঁটে, কখনো সাইকেলে

তারপর ট্রেন

স্কুলে পড়াতেন, মা আমাদের 

রবিবার বাড়িতে আহ্লাদ খুলে যেত

বাজার আসত, আনন্দ আসত, কতলোক

বাবার কাছে কত খবর 

কথায় কথায় উনি বলতেন, দৌড়লেই প্রথম হওয়া যায় না

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন