লেবেল

রবিবার, ২ নভেম্বর, ২০২৫

প্রতিদিন বিভাগ।। ।। নভেম্বর সংখ্যা।। ।। বিষয় - বাবা— ৩।। সুগন্ধী আঙুল — কালিদাস ভদ্র।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।



                 ।।  প্রতিদিন বিভাগ।। 

              ।।  নভেম্বর সংখ্যা।। 

              ।।  বিষয় - বাবা— ৩।।





 সুগন্ধী আঙুল 

 কালিদাস ভদ্র


গাঢ় অন্ধকারে তোমার চোখ

জ‍্যোৎস্নায় মাখামাখি হলে

আমার আঙুলে আঙুল রাখে বাবা

সুগন্ধী ফুলের মতন


অন্তরঙ্গ স্মৃতিস্নাত জীবন শিরায়

অবিরল অজেও অন্তহীন 

তুমি দিকচক্রবালে সাজাও

নিবিড় স্নেহ


পিতা হি পরম তপঃ ...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন