লেবেল

সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

।। প্রতিদিন বিভাগ।। ।। নভেম্বর সংখ্যা।। ।। বিষয় - বাবা— ৪।। বটবৃক্ষ — জয়শ্রী সরকার।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।


                 ।।  প্রতিদিন বিভাগ।। 

           ।।  নভেম্বর সংখ্যা।। 

           ।।  বিষয় - বাবা— ৪।।



 বটবৃক্ষ 

জয়শ্রী সরকার 

মনযমুনায় আজও খেলা করে জীবন-দাবার ঘুঁটি
মনটাকে তাই সমাহিত করো মিলবে শক্ত খুঁটি! 

বাবা মানেই মস্ত আকাশ, নির্ভাবনায় শ্বাস
বাবা মানেই নেই নিরাশা, অনন্ত আশ্বাস!

বাবা মানেই সাগরের ঢেউ আবদার রঙে ভরা
বাবা মানেই দুর্বলতায় শক্ত হাতটি ধরা! 

বাবা মানেই সোহাগ মাখা মিষ্টি-মধুর আদর
বাবা মানেই হাড়হিম শীতে স্নেহময় এক চাদর!

বাবা মানেই স্বার্থবিহীন অনায়াসে সংগ্রাম 
বাবা মানেই কৃতী সন্তানে বাড়ে যেন তার মান!

বাবা মানেই ভরসারই ছাদ স্নিগ্ধ বটের ছায়া
বাবা মানেই রক্ষাকবচ নাড়ির টানের মায়া!

ছিলেন বাবা স্বভাব-কবি, পল-অনুপল কাব্য
বাবার লেখা গানগুলো তাই কতই  সুখশ্রাব্য !

বাবার লেখা 'সোনামাণিক' লক্ষ হীরের খনি 
স্নেহময় সেই পরশ পেতে আজও প্রহর গনি !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন