লেবেল

শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

আজ থেকে শুরু হলো... অঙ্কুরীশা -র পাতায়... ।। প্রতিদিন বিভাগ।। ।। নভেম্বর সংখ্যা।। ।। বিষয় - বাবা— ১।। বাবা — অজিত বাইরী।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 


                 ।।  প্রতিদিন বিভাগ।। 

              ।।  নভেম্বর সংখ্যা।। 

              ।।  বিষয় - বাবা— ১।।


বাবা

অজিত বাইরী


ইদানিং খুব কম কথা বলেন বাবা;

আমরা যখন কথা বলি, তিনি চুপচাপ

নীরবে তাকিয়ে থাকেন, যেন তাঁর নিজের

কথা সব ফুরিয়ে গিয়েছে।

আমরা যখন কোন বিষয়ে তুমুল তর্কে মাতি,

তিনি শুধু নীরব উদাসীনতায় শোনেন; 

তর্ক-বিতর্ক থেকে যেন তিনি যোজন দূরে।

আমরা যখন কোনকিছু নিয়ে উচ্ছ্বসিত হয়ে উঠি

তাঁর আপাত নিস্পৃহতাকে আমাদের উচ্ছ্বাস

বিন্দুমাত্র স্পর্শ করে না।

মনে হয়, আমাদের মধ্যে থেকেও তিনি

আমাদের মধ্যে নেই; অথচ তাঁর উপস্থিতিকে

অগ্রাহ্য করা যায় না, যেন দূরবর্তী

লাইট হাউজ, আলো ফেলছেন আমাদের চোখের উপর।

1 টি মন্তব্য: