লেবেল

রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

।। প্রতিদিন বিভাগ।। ।। অক্টোবর সংখ্যা।। ।। অলোর উৎসব—১৫ ।। নির্বাণ — জয়শ্রী সরকার।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।


          ।। প্রতিদিন বিভাগ।। 

         ।।  অক্টোবর সংখ্যা।। 

         ।।  অলোর উৎসব—১৫ ।। 



 নির্বাণ 

জয়শ্রী সরকার


চতুর্দিকে অক্ষরের উড়ান, সঙ্গে আলোর রোশনাই আর উন্নয়ন মার্কা বিজ্ঞাপনের কাট-আউট, কী নেই! সব আছে জিভ থেকে জঠর ---- সঙ্গে নানা রঙের সোহাগী আবির,
অধিকাংশই ফটোসেশনে মত্ত যে যার মতো বিচিত্র আশ্লেষে ...!
ওদিকে---- প্রদীপের ঠিক নীচটায় 
নিশ্চিন্তে নিদ্রা যায় পথশিশুগুলো।
ওরা জানেও না ---- আলোর উৎসব আজ !
      
আর তুমি! বইপাড়ায় একা একাই হাঁটো, হাঁটতে হাঁটতে নিস্তরঙ্গ নদীর জলে একটা একটা করে খোলামকুচি ছুঁড়ে প্রাণের সঞ্চার অনুভব করো! কোলাহলের মধ্যেও নির্জনতাই তোমার সঙ্গী, তুমি সমাধির কথা বলো,বসন্তের চারপাশে পাতাঝরার গান শোনো, তোমার সাজানো বাগানে ফুটিয়ে তোলো হাসনুহানা আর রক্তকরবী! তুমি লাবণ্যদীঘিতে স্নান সেরে আরো স্নিগ্ধ হয়ে ওঠো! আসলে, তুমি সত্যিকারের প্রেমিক, ভুলতে গিয়েও ফিরে দেখো, ভুলতে পারো না ফেলে আসা যাপিত জীবনের সোনামাখা রামধনু দিনগুলো!

সন্ধ্যারাগে পশ্চিমের রক্তিম আকাশটা তোমায় হাতছানি দেয়, তুমি আনমনেই গেয়ে ওঠো, 'এই আকাশে আমার মুক্তি...!' আর ওই আলোটাই তোমার অন্বিষ্ট , যার নাম দিয়েছ 'চেতনা', তুমি রবিঠাকুরের কাছে বার বার ফিরে ফিরে আসো, তুমি গেয়ে ওঠো, 'ওকে ধরিলে তো ধরা দেবে না..!' তবু, নিবিড় বিশ্বাসে মনে মনে বলো, 'হারায় যা তা হারায় শুধু চোখে...!' প্রতিটি প্রশ্বাস হয়ে ওঠে এক একটা কবিতা তাইতো, প্রসব-যন্ত্রণা এত তীব্র। সমস্ত অন্তরাত্মা দিয়ে মুক্তি চাইলেও তোমার নির্বাণ নেই !

1 টি মন্তব্য: