।। প্রতিদিন বিভাগ।।
।।ডিসেম্বর সংখ্যা।।
।।শীত বিষয়ক কবিতা / ছড়া— ১১।।
শীতের ভোর
অশোক ব্যানার্জী
বৃষ্টি ভেজা শীতের ভোর
ঠক্ ঠকাঠক কাঁপছি ঘোর
ধোঁয়া ওঠা গরম চায়ে
মাঝে মাঝে চুমুক দিয়ে
পাচ্ছি আরাম পাচ্ছি বেশ
তিন কাপ চা নিমেষে শেষ।
জাঁকিয়ে শীত পড়বে এবার
সময় এবার পায়েস পিঠার!
আশায় আশায় থাকছি তবে
গিন্নী পায়েস করবে কবে।
নলেন গুড়ের সন্দেশও
ডাকছে দেখি আমাকেও।
শীতটা পড়ুক জমিয়ে আরো
তখন আমার পোয়াবারো
পায়েস,পিঠে, গুড়ের মোয়া
ইচ্ছে মতন তখন খাওয়া !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন