লেবেল

শনিবার, ২৬ নভেম্বর, ২০২২

মানবতাবাদী কবিতা -২৭।। ফিরে চাও — দীপক বন্দ্যোপাধ্যায়।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 




মানবতাবাদী কবিতা -২৭



ফিরে চাও

দীপক বন্দ্যোপাধ্যায়

রুদ্রাক্ষ জড়িয়ে নিয়েছ দু'হাতে
অঞ্জলি ভরে নিয়েছ মাহাত্ম-জল
এভাবে পবিত্র হতে চাও ঘুরপথে
বোঝনি আজও কী তোমার সম্বল

অথচ একবারও চাওনি ফিরে পিছু
ঈশ্বরের প্রতিস্পর্ধীকে দ্যাখোনি সেভাবে
পবিত্রতাও মোহজাল ছাড়া নয় কিছু
উপেক্ষার অনাদর ভরিয়ে রেখেছ স্বভাবে

সংশয়ী মেঘ জমেছে তোমার মনে
কীসের তাড়নে তুমি অতৃপ্ত-অধীর
শেষ পরিণতি খুঁজোনা আত্মহননে
বুঝে নাও আরোগ্যপথ এ ব্যাধির
#
রুদ্রাক্ষ নিছকই তো এক ফল
পবিত্র অপবিত্র সীমায় বেঁধোনা জল
তোমার যা কিছু সম্বল খুঁজে নাও
প্রতিস্পর্ধীর দিকে সত্যিই ফিরে চাও

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন