লেবেল

সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪

।। প্রতিদিন বিভাগ।। ।।ডিসেম্বর সংখ্যা।। ।।শীত বিষয়ক কবিতা / ছড়া— ১০।। শীতের ছোঁয়া — সঞ্চালী রায়।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।




। প্রতিদিন বিভাগ।। 

।।ডিসেম্বর সংখ্যা।। 

।।শীত বিষয়ক কবিতা / ছড়া— ১০।।




 শীতের ছোঁয়া 

সঞ্চালী রায় 

হিমেল হাওয়া বইছে দেখো
ওই যে মাঠের পরে,
শিশির ভেজায় গাছের পাতা
দূরের খড়ের ঘরে।
 
রঙিন রঙিন ফুলের শোভা
ছড়িয়ে আছে গাছে,
গাছের শাখায় ভ্রমর উড়ে
বসছে ফুলের কাছে।

রোদের ঝিলিক পড়ছে দেখো
দীঘির জলের মাঝে,
পাড়ার ছেলে খেলছে এসে
সকাল বিকাল সাঁঝে।

মাটির হাঁড়ির বাঁধন লাগে
খেজুর গাছের গায়ে,
চলতি পথেই দেখতে গিয়ে
চুমুক লাগায় চায়ে।

খেজুর রসের নেশায় মাতে
গ্রামের মাটির ঘ্রাণে,
বুকের ভেতর আবেগ জমে
সোহাগ লাগে প্রাণে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন