।। প্রতিদিন বিভাগ।।
।।ডিসেম্বর সংখ্যা।।
।।শীত বিষয়ক কবিতা / ছড়া— ৯।।
শিরিন
জীবন সরখেল
ধূর্ত পেঁচা হেমন্তের অন্ধকারে ছদ্মবেশী গিরগিটি বা ব্যাঙেদের বানাতে চায় রোজ শিকার
পোকামাকড় খাওয়া রক্তাল্পতায় আক্রান্ত সরীসৃপেরা ঋতু বদলে তবু করতে চায় শুষির যোজন!
বেড়ালের গলায় ঘন্টা বাঁধা প্রত্যয় যদিও দখলে রাখতে চায় সুবিধাজীবি শ্রেণী;
আর এক কাপ চায়ের প্রত্যাশায় বসে থাকা সকাল আজও মানুষের ছদ্মবেশে কেবল মানবতার অপেক্ষা করে.....
দিনবদলের হাতছানি তাই চোরাগোপ্তা অসময়ের গ্লানি ভোলাতে নিয়ত বুনে যায় কিছু সবুজ সতেজ স্বপ্ন....
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন