।। প্রতিদিন বিভাগ।।
।।ডিসেম্বর সংখ্যা।।
।।শীত বিষয়ক কবিতা / ছড়া— ৮।।
নিঃসঙ্গ ফুটপাত
অজিত দেবনাথ
শীতের রাতে উষ্ণতার ওমে মুড়ি দিয়েছে শহর, রাজপথ, ঘরবাড়ি এমনকি ল্যাম্পপোস্টও
কনকনে ঠান্ডায় নিস্পন্দ ফুটপাতে
একরাশ হতাশা নিয়ে এক নিঃস্ব পথিক জেগে থাকে
নৈঃশব্দ্যের প্রহরীর মতো
ছেঁড়া কম্বলের ভিতর হাড়-জমানো শীত
তীক্ষ্ণ ঠোঁটে সারা শরীরে হাত বুলিয়ে দেয়
শীতের আশ্চর্য সলতে নৃশংস কসাইয়ের মতো একটু একটু করে পথভোলা পথিকের বুকে জীবনের দিনলিপি এঁকে যায়
কুণ্ডলী পাকানো শরীর তর্জনীরেখার মতো দু’হাত উপরে তুলে কিছু একটা বলতে চায়
হয়তো নগ্ন জীবনের উল্লাসের আর্তনাদ
না-হয় কোনো নির্লিপ্ত মন্ত্রোচ্চারণ
জীবন কি বেঁচে থাকে এই কোঁকড়ানো কাতরতার ভিতরে?
নিথর চোখে নীরবতা চুপ করে শুয়ে থাকে
আর বুকের ভিতরে ফুটে উঠে এক অজানা অমৃতসুধা
মুহূর্তে স্বেচ্ছাচারী ফুটপাত পথিকের ওলোটপালোট কঙ্কালসার দেহ এঁটোপাতার মতো
জড়িয়ে ধরে
ধীরে ধীরে অনাশ্রিত জটিল জীবন স্রোতের মধ্যে ভেসে ওঠে এক চিলতে রুগণ নীল সুখ
রাজপথ যখন গভীর ঘুমে আক্রান্ত
ফুটপাত তখন একাই অসীম ছায়াপথে চলমান নীরবতার মহাকাশে বৌদ্ধিক চেতনায় মহাজীবনের সলতে বুনতে থাকে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন