লেবেল

শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪

।। প্রতিদিন বিভাগ।। ।।ডিসেম্বর সংখ্যা।। ।।শীত বিষয়ক কবিতা / ছড়া— ৭।। রোদকুমারী — হীরক বন্দ্যোপাধ্যায়।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।




। প্রতিদিন বিভাগ।। 

।।ডিসেম্বর সংখ্যা।। 

।।শীত বিষয়ক কবিতা / ছড়া— ৭।।



রোদকুমারী
হীরক বন্দ্যোপাধ্যায় 

দেখতে দেখতে শিরশির করে উঠলো শরীর 
রোদের কুমারী তুমি 
রোদ  নিয়ে পঞ্চব্যঞ্জন 
জগৎ মায়ার খেলা আমরণ স্মরণযোগ্য হয়ে আছে 

তাই প্রতিদিন ভোর হলে সুন্দরের কাছে যাই
পৃথিবীর তিন ভাগ জল ভুলে যাই 
সুন্দরের মনখারাপ হলে অসুন্দরেরা পিপাসার্ত অদ্ভুত নেশায় ,জারুল উন্মাদনায় কোনো দৃশ্য নেই 
শুধু দিবস রজনী ...
শব্দ গন্ধ  নেই বাকশূন্য  বেলঘরিয়া ফ্লাইওভার 
শিমুলে পলাশে তাই রোদের কুমারী তুমি মগ্ন বনস্পতি অলৌকিক হাওয়ার পুতুল 
মানবিক ওয়ারড্রোব থেকে আলমারি সিঁড়ির দরজা 
শুরু থেকে শেষ সৌন্দর্য্যের বিশৃঙ্খলা 
ফ্রয়েডের হাজারদুয়ারি ...

আবারো দেখতে দেখতে শিরশির করে উঠলো শরীর 
জল আনতে পূর্ণ কলসি তুমি সুশীতল হাওয়া 
বিশল্যকরণী. ....



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন