লেবেল

বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

।। প্রতিদিন বিভাগ।। ।।ডিসেম্বর সংখ্যা।। ।।শীত বিষয়ক কবিতা / ছড়া— ১২।। শীতের এলিজি — দীপক বেরা।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।




। প্রতিদিন বিভাগ।। 

।।ডিসেম্বর সংখ্যা।। 

।।শীত বিষয়ক কবিতা / ছড়া— ১২।।



শীতের এলিজি

দীপক বেরা 


উড়ানের ছুটি পেয়েছে ওরা খাঁচা ভেঙে 
নবান্নের ধান মুখে নিয়ে পায়রাগুলো 
উঠোনময় খুঁটে খুঁটে চাল খায়
দুধসাদা ভাতের গন্ধ উড়েছিল একদিন 
ভাতের উৎসবে—আনন্দ আয়োজনে
শীতের ওম নিয়ে কালের অধিক কেটে গেছে 
খাল দিয়ে বয়ে গেছে শীতের শিশিরের জল
এখন আঁতুড়ঘরে বসেছে ঘুঘু
নীল চোখে ডুব দেয় প্রতিহিংসার ছায়া 
তবু ক্ষত নিয়ে বাটখারা দিয়ে জীবন মাপে 
মানুষের মতো কিছু স্বপ্ন দেখা প্রাণি
গ্রামের প্রাচীন বুড়োশিবতলার মন্দিরে
ভাঙা ইটের গাঁথুনি ঘিরে বটের ঝুরির 
দীর্ঘ চিঠি এখনও পড়েনি কেউ 
উদাস বাউলের বুকের একতারা সুর
নকশী-কাঁথা আঁকা ছিল ধুলোর নিঃশ্বাসে
শীতের হিমেল সকালে শিশিরের জল
আয়নার মতো ভেঙে গড়িয়ে গেছে নিচে
কুয়াশায় পাহাড়ের ঢালে ঝাপসা দার্জিলিং
পশমিনা শরীর, টকটকে লাল কার্ডিগান
রাঙা ঠোঁটের ফাঁকে কমলালেবুর কোয়া
প্রেমিকার রহস্য মদির চোখের পূর্বরাগ 
মন মনান্তরে আদি-অনাদি প্রেমের 
অন্দরমহলের সে এক জাদুকরী বাহাদুরি
হাজার ব্যস্ততার ফাঁকে পাহাড়ী উত্তাপে
কত অবসর দিন কেটে গেছে সেই ভরসায়
আজও শীত এলেই জেগে ওঠে— 
ভোরের শিশিরের অন্তঃসলিলার স্রোত
বেজে ওঠে গীর্জার ঘণ্টা... 
পুরুষোত্তমের দেখা চাই, ঠিক বড়দিনে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন