।। প্রতিদিন বিভাগ।।
।। অক্টোবর সংখ্যা।।
।। অলোর উৎসব—১৪ ।।
আলোর উৎসব
দীনেশ সরকার
দুর্গাপুজো শেষ হয়েছে
লক্ষ্মীপুজোও শেষ
বুকের মাঝে বাজছে তবু
উৎসবেরই রেশ।
দেখতে দেখতে আর এক উৎসব
উঁকি দিল দ্বারে
ঘরবাড়ি সব উঠলো সেজে
আলোরই বাহারে।
মঙ্গল দীপ যে উঠলো জ্বলে
সবার ঘরে ঘরে
দীপাবলির রাত এলো যে
আলোর ঝরণা ঝরে।
সবার মনে খুশির নাচন
দীপাবলির রাতে
রাত গাঢ় হয় রঙমশাল আর
আতসবাজির সাথে।
মনের কলুষ দূর হয়ে যাক
দীপাবলির আলোয়
হাসি খুশি নিয়ে সবার
দিন কেটে যাক ভালোয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন