।। প্রতিদিন বিভাগ।।
।। অক্টোবর সংখ্যা।।
।। অলোর উৎসব—১২ ।।
বিসর্জন
মানস মুখোপাধ্যায়
নদীর ঢেউয়ে ভেসে ভেসে উঠছে মায়ের মুখ
বিসর্জন ঢাকের বুলি চারপাশ,
একটু পরেই খুলে যাবে অলংকার -
সমস্ত আভরণ,
ধুয়ে যাবে শরীরের সকল মাটির লেপন,
খড়ের কাঠামো ভেসে যাবে
কোনো অজানা ঠিকানায়
কখনো জলে জেগে ওঠা কাঠামোয়
বসে থাকবে নাম না জানা গাঙের পাখিসব-
ভীড় করা দর্শনার্থীর কতো চেনা মুখ
আবারো হারিয়ে যাবে বছরের পৃষ্ঠায়!!


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন