লেবেল

বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

প্রতিদিন বিভাগ।। ।। অক্টোবর সংখ্যা।। ।। অলোর উৎসব—১২ ।। বিসর্জন — মানস মুখোপাধ্যায়।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।


          ।। প্রতিদিন বিভাগ।। 

          ।।  অক্টোবর সংখ্যা।। 

           ।।  অলোর উৎসব—১২ ।। 



বিসর্জন 

মানস মুখোপাধ্যায় 


নদীর ঢেউয়ে ভেসে ভেসে উঠছে মায়ের মুখ

বিসর্জন ঢাকের বুলি চারপাশ,

একটু পরেই খুলে যাবে অলংকার -

সমস্ত আভরণ,

ধুয়ে যাবে শরীরের সকল মাটির লেপন,

খড়ের কাঠামো ভেসে যাবে 

কোনো অজানা ঠিকানায়

কখনো জলে জেগে ওঠা কাঠামোয়

বসে থাকবে নাম না জানা গাঙের পাখিসব-

ভীড় করা দর্শনার্থীর কতো চেনা মুখ 

আবারো হারিয়ে যাবে বছরের পৃষ্ঠায়!!






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন