।। প্রতিদিন বিভাগ।।
।। অক্টোবর সংখ্যা।।
।। অলোর উৎসব—১৩ ।।
আগমন
অজিত দেবনাথ
ওই লম্বা জিহ্বা, কালো মুখ
এতদিন পরে এই অমাবস্যাতে এলে
তুমি এলে-
এক লহমায় সর্বনাশের রুপোলি প্রপাত ভেঙে
যদি তুমি নাই আসতে, যদি না-ই আসতে
তবুও আমি পলিমাটি দিয়ে একটু-একটু করে গড়ে তুলেছিলাম তোমার মুখ
কত অপমানের আঁচড়, কত ভুলবোঝার বাঁকাহাত
একটু-একটু করে গেঁথে ছিলাম তোমার
কণ্ঠমালা
জেগে উঠেছিল কত রূপকথার গল্প
এক প্রান্ত থেকে অন্য প্রান্তে হারিয়ে যাচ্ছিল তার কালোছায়া
আর পলিমাটির হাত ছুঁয়ে যায় নীরবতার চৈত্য
চুমকিবসানো আঙরাখায় তোমার এই নিঃঝুম নির্বাসন!
তার জন্য ভাঙনের সীমায় বসে কত মাস প্রতীক্ষা
শেষে তুমি, তোমার নগ্নতায়
ঢেলে দিয়েছো অসংখ্য বিম্ব-প্রতিবিম্বের হাহাকার!
মা, তুমি সর্বান্তঃকরণ শ্রান্ত হয়ে পড়ে আছো কীর্তিনাশা রাগিণীরেখার মতো
আর নীচে জেগে থাকে অঞ্জলিধরা জবাফুল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন