লেবেল

শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২

শারদ অর্ঘ্য।। মা আসছে —১৫।।অপেক্ষা— দীপক বেরা।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 




শারদ অর্ঘ্য 

মা আসছে —১৫



অপেক্ষা

দীপক বেরা 


তুমিই আনন্দ জেনে উৎসব শহরে ও গ্রামে
প্রতি বাড়ি সেজে ওঠে চাল-বাটা সাদা আল্পনায়
প্রতি গৃহে বাজে আগমনী সুর শারদপ্রাতে
যে স্বপ্নে তোমাকে পাই আলো-আঁধারি পথে
যে শব্দরাজির ভিতর তোমাতে বিভোর হই
কাঁসর-ঘন্টা, মঙ্গলশঙ্খের নিনাদে 
পূজাপাঠের মন্ত্রে কিংবা ঢাকের মন্দ্রধ্বনিতে
অন্তরের ডাকে যে আলোর খোঁজ
দিয়েছিল তোমার অমৃত সন্ধানের পথ
একান্ত সাক্ষাতে সেই আলোই তো প্রকৃত ঈশ্বরী
সেই গোপন মন্ত্রে তোমাকে বিব্রত করি রোজ.. 

একা একা বসে খুঁজি জীবনবৈভবের মানে
আসলে, —তুমিই জীবন, তুমিই তো মরণ
তুমিই শুরু, তুমিই তো শেষ, শেষ পরিণতি
বেঁচে থাকার যাপনটুকুই শুধু মধ্যপন্থাবলম্বী
নশ্বর শরীর জুড়ে স্বপ্নের চুড়োখোঁপা বাঁধি
মনের মধ্যে চিরন্তন অভাবের অবিরাম অসুখ.. 
বাবুদের দূর্গাদালানে বসে— 
সনাতন শূন্য থেকে আরোগ্য-দ্যোতনা খুঁজি
জীবনের অনিচ্ছুক অন্ধকার মুছে দিতে 
শারদোৎসবে মধ্যবিত্তীয় সাধ ও সাধ্যের ভিতর 
তোমার অপেক্ষা যে নিরন্তর, ফুরাবে না জানি...








কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন