লেবেল

রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২

শারদ অর্ঘ্য মা।। আসছে —১৬।।গেরুয়া ভোরবেলা ... বিকাশরঞ্জন হালদার।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 



শারদ অর্ঘ্য 

মা আসছে —১৬



গেরুয়া ভোরবেলা ...

বিকাশরঞ্জন  হালদার 

প্রত্যহ-জীবন থেকে পালিয়ে এসে, ঐ ক'টা দিন
মনে পড়বে শিউলিতলা, গেরুয়া ভোরবেলা ... মনে পড়বে ছোলার ডাল, লুচি-আলুরদম। ঢাকের বাজনায় মোচড় দিয়ে উঠবে বুকের ভিতর! 

তুমি আসবে বলেই 

তোমার সামনে দাঁড়িয়ে দেখবো, কতগুলো অতীত কেমন করে রঙিন-বর্তমান হয়ে যায়! 

আনন্দ-গান, বীরেন্দ্রকৃষ্ন ... তবু কোথায় যেন একটা অভাব বোধ, অপরিচিত মুখ তুলে তাকাবে! 

ঠিক আছে, তবু তুমি এসো মা ... ভাইবোনদের সঙ্গে সেভাবে তো আর দ্যাখা হয় না!
















কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন