শারদ অর্ঘ্য
মা আসছে —১৬
গেরুয়া ভোরবেলা ...
বিকাশরঞ্জন হালদার
প্রত্যহ-জীবন থেকে পালিয়ে এসে, ঐ ক'টা দিন
মনে পড়বে শিউলিতলা, গেরুয়া ভোরবেলা ... মনে পড়বে ছোলার ডাল, লুচি-আলুরদম। ঢাকের বাজনায় মোচড় দিয়ে উঠবে বুকের ভিতর!
তুমি আসবে বলেই
তোমার সামনে দাঁড়িয়ে দেখবো, কতগুলো অতীত কেমন করে রঙিন-বর্তমান হয়ে যায়!
আনন্দ-গান, বীরেন্দ্রকৃষ্ন ... তবু কোথায় যেন একটা অভাব বোধ, অপরিচিত মুখ তুলে তাকাবে!
ঠিক আছে, তবু তুমি এসো মা ... ভাইবোনদের সঙ্গে সেভাবে তো আর দ্যাখা হয় না!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন