।।।। প্রতিদিন বিভাগ।।
।। নভেম্বর সংখ্যা।।
।। গদ্য কবিতা ( উন্মুক্ত) —১৫।।
বৃষ্টিস্বপ্ন
অর্ণব মিত্র
বৃষ্টির ছবি ভেসে আসে। ফিরে আসে সেই স্নিগ্ধ শীতল বৃষ্টিময় দিনরাত।
সন্ধ্যের বৃষ্টিতে দেখা যায় ঝাপসা পাড়া, রেল-কোয়ার্টার ও ভাঙ্গা দোকানঘরের সারি। ঠাণ্ডা হাওয়ার সাথে সাথে ভেসে আসে বৃষ্টির শব্দ, হিন্দি গানের সুর
ও চলমান কোলাহল।
কেউ চলে যায় দূরে, তার অবয়ব গিয়ে মেশে অন্ধকারে।
দেখা যায় রেল-কোয়ার্টারের ধারে ধারে লাল মাটির উপর পায়ে চলা পথ
ঘাসের সবুজ রঙের মধ্যে দিয়ে অদৃশ্য হয়েছে বৃষ্টিসন্ধার অন্ধকারে।
খুঁজি কিশোর বয়সের চিহ্ন বৃষ্টির কুয়াশায় ঢালুপথে আবছা আলোয় ডুবে থাকা
মায়াবী পাড়ায়।দেখি -টিউশন থেকে বাড়ি ফেরার জলে ডোবা পথ।
বাল্বের আলোয় দেখা যায় মসজিদ পুকুরের উপচে পড়া জল আর তার উপর বৃষ্টির ফোটা।
মনে হয় স্কুল থেকে বাড়ি ফিরছি ভেজা দুপুরে -ট্রেনলাইনের ধার দিয়ে
ধ্বসে যাওয়া লাল মাটির পথে, দূরে বৃষ্টিভেজা লোকাল ট্রেনের
যাওয়া আসার শব্দে।
গাছপালার সীমার ওপারে দিগন্তে আলো কমে এসেছে।
সন্ধের ঠাণ্ডা হাওয়ার সাথে ভেসে আসে বৃষ্টিভেজা ঘরবাড়ির ছবি।
দেখা যায় তরুণ সঙ্ঘ ক্লাব ভেসে আসে আড্ডার শব্দ আর ক্লাবের সামনে নেতাজীর মূর্তির উপর বৃষ্টি পড়ে চলে সারারাত।
দেখি ,দুটি রেল –কোয়ার্টারের মাঝে বৃষ্টি ভেজা সেই গলিপথ আর বৃষ্টি থামার পর সেই নিম গাছের মাথায় গলির উপর এসে দাঁড়িয়েছে চাঁদ।
এমনই এক বৃষ্টিময় দৃশ্যের মধ্যে বৃষ্টিস্বপ্নের ভিতর ঘুমিয়ে থাকি-
সারারাত বৃষ্টি পড়ে স্বপ্নের ভিতর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন