লেবেল

সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪

।।। প্রতিদিন বিভাগ।। ।। নভেম্বর সংখ্যা।। ।। গদ্য কবিতা ( উন্মুক্ত) —১৬।। দরজায় কড়া নাড়ার শব্দ — হীরক বন্দ্যোপাধ্যায়।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।




।।।।  প্রতিদিন বিভাগ।। 

।। নভেম্বর সংখ্যা।। 

।। গদ্য কবিতা ( উন্মুক্ত) —১৬।। 



দরজায় কড়া নাড়ার শব্দ 

হীরক বন্দ্যোপাধ্যায় 

আকাশ ভেঙে দাও বৃষ্টি নামুক
গান গল্প কথারা বহুদিন কবিতা হতে পারে নি 
কবিরা কখনো কাঁদে না মাথা নেড়ে সান্ত্বনা  দেয়
একটি নারী কিম্বা শিশুর কান্না আর যেন লজ্জা না দেয়,বলছি তো সেরে যাবে পৃথিবীর অসুখ 
রাস্তা  তৈরি  হচ্ছে. ..
আজ না হয় কাল ফের ভোর আসবে 
মানে সূর্যোদয়ের লালিমা জানবে সবাই
এতদিন তিলে তিলে বিষে নীল হয়ে গেছে পৃথিবীর শরীর, আকাশ ভেঙে দাও বৃষ্টি নামুক 
গান গল্প  কথারা বহুদিন কবিতা হয়ে উঠতে পারে নি 
থমকে আছে,স্নায়ুযুদ্ধে 
গভীর উদ্বেগভরা প্রিয় চিত্রকল্প গুলি উপমা উৎপ্রেক্ষা সব কুন্ডলী পাকিয়ে পড়ে আছে এককোণে
তোমার স্বৈরাচারি মুখ না দেখলে 
কেউ কি জানতো দরজায় কড়া নাড়ার শব্দ কতো 
ভয়ংকর হতে পারে  ....

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন