লেবেল

বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

প্রতিদিন বিভাগ।। ।।ডিসেম্বর সংখ্যা।। ।।শীত বিষয়ক কবিতা / ছড়া— ২৪।। শীতের স্পর্শে নববর্ষ —গোবিন্দ মোদক।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 



। প্রতিদিন বিভাগ।। 

।।ডিসেম্বর সংখ্যা।। 

।।শীত বিষয়ক কবিতা / ছড়া— ২৪।।




শীতের স্পর্শে নববর্ষ

গোবিন্দ মোদক


নববর্ষের পদধ্বনি ঐ যে শোনা যায় — 

পুরোনো বছর হেঁকে বলে– দাও দাও বিদায়! 

বছর শেষে ক্লান্ত সূর্য হিসাব-নিকাশ কষে 

ঘর্ম ক্লান্ত লাল রঙেতে পাটেতে যে বসে। 


সাইবেরিয়া থেকে পাখি উড়ে আসে চলে 

মরসুমী ফুল গাছে গাছে দোদুল দোলা দোলে।

সাঁতরাগাছির ঝিলের ধারে পর্যটক বিদেশী 

দামী দামী ক্যামেরা তাদের লেন্স যে রাশি রাশি।

বাঙালীরও জোর কদমে যাচ্ছে কাছে .. দূরে ..

ট্যাঁকের জোর থাকলে পরে আসছে বিদেশ ঘুরে।


নলেন গুড়, খেজুর রস, জয়নগরের মোয়া,

ক্ষেতে টাটকা পালং মুলো শিশির দিয়ে ধোওয়া।

নতুন চালের পিঠে পুলি পাটিসাপটা পায়েস

কেক পেস্ট্রি কতো রকম খাবার নানা আয়েশ।

এদিক ওদিক প্রদর্শনী, বইমেলা, সার্কাস —

সোয়েটার আর কার্ডিগানে রঙিন দু’টি মাস। 


তবুও তে খুব গরীবের ভীষণ রকম কষ্ট, 

শীতে নেই লেপ কম্বল — এটাও কিন্তু স্পষ্ট!!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন