লেবেল

বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪

প্রতিদিন বিভাগ।। ।।ডিসেম্বর সংখ্যা।। ।।শীত বিষয়ক কবিতা / ছড়া— ২৩।। শীতের ভ্রমণপদ্য — শঙ্খশুভ্র পাত্র।।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।




। প্রতিদিন বিভাগ।। 

।।ডিসেম্বর সংখ্যা।। 

।।শীত বিষয়ক কবিতা / ছড়া— ২৩।।




শীতের ভ্রমণপদ্য

শঙ্খশুভ্র পাত্র


নতুন বছরে ইচ্ছে তো হয়

কোথাও বেড়িয়ে আসি৷

খুব কাছে দিঘা, শংকরপুর,

বহুদূরে রাঁচি, কাশী৷

পৌষের মেলা সাঙ্গ হয়েছে,

শীতে সব জড়োসড়ো

উত্তুরে হাওয়া খাওয়া-দাওয়া ভুলে 

ভেলকি দেখায় বড়!

খেতে ফুলকপি, টমেটো, পালং 

খুশিতে আত্মহারা

খেজুরের রস পান করে কেউ

হয়ে গেছে মাতোয়ারা৷

এই সব ছবি পল্লিজীবনে 

আনে সুখকর রেশ

শহুরে লোকেরা টের পেয়ে ঠিক 

বলবে তো বেশ, বেশ!

গ্রাম ছেড়ে মন যায় না কোথাও 

পাশে তো আছেই দিঘা

সাগরের ঢেউ হাতছানি দেয়, 

খেত-জমি বিঘা, বিঘা

সোনালি ধানের স্বপ্ন আঁকছে, 

পূর্ণ হবে যে খামার!

কুয়াশা-শিশির দিবস-নিশির 

তোমার এবং আমার৷

শীত নিয়ে এই ভ্রমণপদ্য 

মনে ধরে যদি কারও

কাঁপতে-কাপতে তাহাকে 

কিন্তু ভালোবাসা দেব, গাঢ়৷

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন