পৌষ এলো—৪৭
মেঘলামন চক্রবর্তী
প্রিয় ইছামতী
আমি গান গায় পাখির স্বরে
স্বরলিপি শিখিয়েছে প্রিয় ইছামতী
পূবের বিল আমার কবিতার খাতা
অলস দুপুরে তার সাথে করেছি কথকতা
চৈতালি বিকেলে খেলেছি কুমিরডাঙা
শ্রাবণের ধারাজলে নেচেছি ময়ুরী
এখনও কুমারী মন চায় ফিরে তাকেই, বাল্যের সহচরী!
পৌষের রোদেলা সকাল মাঠে মাঠে ফসলের গান
ধানীরঙা আঁচলে কৃষক বধূর নবান্নের ঘ্রাণ।
ইছামতীর বুকে পলি
পাখিরা ভুলেছে বুলি
কবিতার কঠিন অসুখ
নবান্নের স্বাদ ভুলে খাচ্ছি ফাস্টফুড।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন