শারদ অর্ঘ্য
মা আসছে—১৭
মা আসছেন
পাপড়ি ভট্টাচার্য
আগমনির সুর ভাসিয়ে মা আসছেন
নীলাকাশ তাই বসেছে রথ সাজাতে
নদীগুলো উর্দ্ধপানে এক দৃষ্টিতে
বরণ ডালায় কাশ ফুল রেখেছে ।
মা আসছেন,মা আসছেন -
শিউলি ডালে খবর গেছে
ওরা তৈরি হচ্ছে তারার সাজে
কমলা আলোর জামা পরে।
মাগো ! তোমার কাছে চাই শুধু
বিশুদ্ধ প্রাণ ,একমূঠো আনন্দ
এই মাটির বুকে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন