লেবেল

বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪

।।প্রতিদিন বিভাগ।। ।। জুন সংখ্যা।। ।। বিষয় - মুক্ত (গুচ্ছ কবিতা) -২৬।। তপন রায়চৌধুরী-র কবিতা।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।





      ।।প্রতিদিন বিভাগ।। 


      ।।  জুন সংখ্যা।। 

 ।।  বিষয় - মুক্ত (গুচ্ছ কবিতা) -২৬।।



তপন রায়চৌধুরী-র  কবিতা 



১.

যদি ইচ্ছে হয়



ইচ্ছে করলেই সবকিছু করা যায় না

ইচ্ছে জাগে মনে।


তখন এটা হয় ওটা হয়

মুকুট মণিপুর চলে যাওয়া যায়

কোনো এক সুন্দর সকালে -- 

কিংবা নদীর পাশে বসে

নদীর সঙ্গে কথা বলতে সাধ হয়,

তারপর কোনো একদিন

সেই নদীর পার ধরেই

গুটি গুটি পায়ে

সাগরে পৌঁছে যাওয়া যায়


যদি ইচ্ছে হয়

ইচ্ছে জাগে মনে।




২.

সত্যের পুনঃপ্রতিষ্ঠা



এমন সময়ও কখনো কখনো আসে

যখন চরম শয়তানও 

উন্মুক্ত করে দেয়

তার শয়তানির গোপন দরোজা, 

আর ঠিক তখনই

বাকি শয়তানরাও আতঙ্কে শিউরে ওঠে

তাদের নিজেদের 

মৃত্যুদিনগুলোর কথা ভেবে ।



৩.

শ্রেণিবিভাগ


কিছু কিছু মানুষ আছে

যাদের কিছুতেই কিছু হয় না

শত লাঞ্ছনাতেও

অথবা গঞ্জনাতে।


বাস্তবে এরা দৃশ্যমান হয় ভিন্ন ভিন্ন রূপে –

হয় পাকা শয়তান

নয় সাচ্চা সন্ন্যাসী

কিংবা সদাসর্বদা আপন ভাবধারায় বেড়ে ওঠা

একরোখা কিছু মানুষ,


অথবা

নিতান্তই গোবেচারা হাড়হাভাতে একগুচ্ছ মেশশাবকের দল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন