শারদ অর্ঘ্য
মা আসছে —১৯
এল পুজো রে
মুক্তি দাশ
রোদ ঝলমল করে আকাশে,
মন ভেসেছে খুশির জোয়ারে—
শরৎ এসেছে। শিউলি ও কাশে
বুঝি লেগেছে রঙের ছোঁয়া রে!
শারদ- শোভা কি দেখেছ তোমরা ?
মাঠ ভরে আছে ঘন সবুজে,
ফুলে- ফুলে প্রজাপতি ভোমরা—
দেখে দু’চোখ ভরে না তবু যে!
হবে আগমন দেবী দুর্গার;
বুঝি খুশিতেই অশ্রু ঝরে—
ঢাকী এসে গেছে কোন্ দূর গাঁ-র
ঢ্যাম কুড়-কুড় — এল পুজো রে!
নয় পুজোর বাজনা শুধুই,
বুকে আরো এক বাজনা বাজে –
পুজোর ছুটিতে বিদেশ বিভুঁই
থেকে আসবে আমার বাবা যে!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন