লেবেল

শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫

আজ থেকে শুরু হলো... অঙ্কুরীশা-র পাতায়... ।। প্রতিদিন বিভাগ।। ।। মার্চ সংখ্যা।। ।। বিষয় - বসন্ত ( অণু কবিতা)।। বসন্ত দুর্গাদাস - মিদ্যা।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 



      ।।  প্রতিদিন বিভাগ।। 

         ।। মার্চ সংখ্যা।। 

 ।।  বিষয় - বসন্ত ( অণু কবিতা)-১।। 




বসন্ত

দুর্গাদাস মিদ্যা


১.

 সারা গায়ে মেখে পলাশের লাল

    আমি হয়েছি প্রেমের মাতাল
    তাই শিমূল তুলার মতো
    মনের সুখে বেড়াই উড়ে।



২.
পুরুলিয়ার ডহরে ডহরে
     রাঙা পলাশ মাতাল করে
কোকিল যখন কুহু কুহু গায়
ভালবাসার ছাড়ে আমার গা কাঁপায়।

৩.

বসন্তের উদাস হাওয়ায়
    তোর আমার মন ভেসে যায়
    প্রেমের অলি গলি 
  ইচ্ছা করে জড়ায়ে ধরে করি গলাগলি।

৪.
বসন্তে কোকিল ডাকে কুহু কুহু 
   বুকট আমার কাপে মুহু মুহু
    দেখলে তোকে 
  রাত কাটে কষ্ট করে 
দিন কাটে  প্রেমের ঘোরে 
    আঁধার দেখি চোখে।

৫.
পলাশ পলাশ মন 
তোকে ডাকে সারাক্ষণ 
তুই বুঝলি নাই সে কথা 
আমার বাড়ল মাথা ব্যাথা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন