আলোর উৎসব -৪১
সৌমিত বসু
আলোর উৎসব নাকি উৎসবহীনতার আলো
কান্না এসে চোখ মুছিয়ে দিচ্ছে উৎসবের।ঘুমোতে গেলেই মাথার ভেতর ঝনঝন চুড়ির আওয়াজ।উৎসব এলেই কেন যে শোক সাঁতার কেটে পাড়ে ভেসে আসে?মোমবাতি হাত দাঁড়িয়ে রয়েছে মেয়েগুলো।আলোগুলো পা পা করে এগিয়ে চলেছে গ্রামের দিকে।সেই গ্রাম যেখানে খাঁজে খাঁজে পোঁতা রয়েছে কান্না আর অশ্রুর হাহাকার।
যে কোনো উৎসব এলে তার কথা কালো হয়ে আসে।যে কোনো আলোময় দিন তার কথা লেগে হয়ে ওঠে ঘষাকাঁচ।আলোর কবিতা লিখতে চাইলে অন্ধকার এসে কেন যে হাত ধরে ডেকে নিয়ে যায়।
খুব সুন্দর কবিতাটি। ভালো লাগলো।
উত্তরমুছুনসুন্দর কবিতা। অভিনন্দন জানাই 🙏
উত্তরমুছুন