লেবেল

বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫

।। প্রতিদিন বিভাগ।। ।। ফেব্রুয়ারি সংখ্যা।। ।। বসন্তের চাঁদ - ২১।। বসন্ত এসে গেছে - অশোক ব্যানার্জী।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।




।। প্রতিদিন বিভাগ।। 

 ।।  ফেব্রুয়ারি সংখ্যা।। 

  ।। বসন্তের চাঁদ - ২১।




বসন্ত এসে গেছে

অশোক ব্যানার্জী


রাত্রি শেষে তাকিয়ে দেখি

ঊষার আলো

চক্রবালে দিকে দিকে

ছড়িয়ে গেল ।

মারছে উঁকি সূর্য দেখি

আড়াল থেকে,

পাখিরা সব কিচিরমিচির

উঠছে ডেকে ।

ডাকছে কাক,জানিয়ে দিচ্ছে

হচ্ছে ভোর,

ধীরে ধীরে ভাঙছে সবার

ঘুমের ঘোর।

মিষ্টি হাওয়া বইছে ওই

তিরি তিরি

গাছে গাছে নতুন পাতা,

ফুলের সারি !

কুহু কুহু কুহু রবে

ডাকছে কোকিল

নীল আকাশে ডানা মেলে

উড়ছে চিল।

কৃষ্ণচূড়া গাছ গুলো সব

লালে লাল

বসন্ত ওই এসে গেছে!

মিষ্টি সকাল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন