।। প্রতিদিন বিভাগ।।
।। ফেব্রুয়ারি সংখ্যা।।
।। বসন্তের চাঁদ - ২০।।
বসন্তে
বাবলু গিরি
বৃষ্টি না হয় নামুক
মেঘেরা জড় হোক অন্তরীক্ষ ময়দানে
এলোচুলে আঁচল খুলে, কোলাহলে উথালপাথাল
ডাগর দীঘি কাজল রাঙা ভরা কূল উপছে পড়ে ...
যেমন কোমরের বিছে সাতনরি হার চমকে ওঠে
গুরুয়া নিতম্ব আলু থালু কাঁচুলি ভিজুক বর্ষণে
বৃষ্টি না হয় নামুক
একসাথে গর্জে উঠুক নীরধর
ভিজুক মেহেন্দি রাঙানো মানতাসার হাত।
হৃদয়ে জ্বেলেছ সাঁঝবাতি আগল খোলা রেখে
বেহায়া চাঁদ লুকিয়ে হাসে কনকপ্রভার রাতে
ভিজুক পৃথিবী, স্নানঘরে ধুয়ে যাক রঙিন গুলাল
বৃষ্টি না হয় নামুক
ঝড় এসে কেড়ে নিক লজ্জা
মাখাও যতনে আবির কুম কুম
অঙ্গে কলঙ্ক লাগুক, জ্বলুক আগুন হৃদয়ে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন