।। প্রতিদিন বিভাগ।।
।। ফেব্রুয়ারি সংখ্যা।।
।। বসন্তের চাঁদ - ১৯।।
হেরি বসন্তের চাঁদ
প্রদীপ্ত সামন্ত
ফুরফুরে হাওয়া গায়ে মেখে
বারান্দায় বসে বসন্তের চাঁদ হেরি ;
অপরূপ জ্যোৎস্না প্লাবনে ভেসে যায়
আকাশ গঙ্গায় তারা ফুল দলে দলে ...
যদিও এখনও শীত যায়নি বলে
মাঝে মাঝে কুয়াশাও ঝাপসা হয়ে আসে
চারিপাশে অস্পষ্টতার মধ্যেও কেমন যেন
স্বচ্ছতার ইঙ্গিত দেয় মায়াবী রাত ...
ঘুম চোখে লেগে এলে আমিও কখন
উড়ে যাই হংস বলাকার ডানায় ভেসে যাওয়া পরীদের দেশে --অপরূপ সুন্দর সে দেশ;
ডালে পাতায় উড়ে বেড়ায় প্রজাপতি --
খেলছে শিশুর দল - ভোলাতে তাদের মন
ফেরিওয়ালার গোলাকার লজেন্সের
মাধুরী চোষে সারা রাতে; ভোরে ক্ষয়িষ্ণু চাঁদ
ঠিক যেভাবে হারায় রূপের মাধুরী....
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন