।। প্রতিদিন বিভাগ।।
।। মার্চ সংখ্যা।।
।। বিষয় - বসন্ত ( অণু কবিতা)-২।।
বসন্তসংলাপ
দুরন্ত বিজলী১.
আকাশ মেঘলা বাতাসে শিরশিরানি,
কোমল ছোঁয়ায় আগমনি।
গা ঘেঁষে বসে কী বলো ?
- চলো চলো, ঢেউ তোলো।
২.
শীত যায় যায়
উষ্ণ শ্বাস
তুমি আসছো
মলয় বাতাস
৩.
তোমার পাশ দিয়ে বাইকে করে
সাঁ করে বেরিয়ে গিয়েও ঘুরে দেখে
লালমুখে বসন্তসংলাপ
৪.
আবীর মাখাবো
আবীর মাখবো
তাই তোমার কাছে আসি
বয়স যতই হোক
বসন্ত হয় না বাসি
৫.
উড়ে যাচ্ছে পুড়ে যাচ্ছে
দুঃসাহসে মামনির পায়ে আবীর প্রণাম
উঁকি মেরে তোমাকে দেখতে চাওয়া
পেছনের দরজা দিয়ে বেরিয়ে
তুমি রাঙিয়ে দিলে হতাশ যুবকের গাল
হতবাক যুবকের হাতে
আবীরের অসমাপ্ত লাল
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন