লেবেল

সোমবার, ৩ মার্চ, ২০২৫

।। প্রতিদিন বিভাগ।। ।। মার্চ সংখ্যা।। ।। বিষয় - বসন্ত ( অণু কবিতা)-৩।। অনন্ত - বসন্ত — বিশ্বজিৎ রায়।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।




      ।।  প্রতিদিন বিভাগ।। 

         ।। মার্চ সংখ্যা।। 

 ।।  বিষয় - বসন্ত ( অণু কবিতা)-৩।। 




অনন্ত - বসন্ত 

 বিশ্বজিৎ রায় 


১.

ওলো সই, বসন্ত এলো 

ডাক 'তারে'  ডাক

আমার যে সময় ফুরালো 


২.

তুমি যখন হাসতে থাকো

ফাল্গুন ছড়িয়ে পরে চারপাশে --

না চাইলেও, সব রঙগুলো 

বুকে আগুন জ্বালাতে ছুটে আসে


৩.

পলাশ বলল শিমূলকে --

"ওরে ভাই আগুন লেগেছে বনে বনে",

শুনে শিমূল বলে,  "ভাইরে

চল, সেকথা বলি সবার কানে কানে"


৪.

ও ঝরাপাতা গো, তাকে গিয়ে বলো

তার জন্য আমি এনেছি আজ  বসন্ত

শীত গ্রীষ্ম বর্ষাকে কুলুঙ্গিতে রেখে

একবার এসে অনুভব করুক - 'অনন্ত'

৫.

বসন্ত, যাও এবার তোমার ছুটি 

অনেক হলো খেলা-মেলা, খুনসুটি 

সবাই এখন  খেলতে খেলতে ক্লান্ত

গ্রীষ্ম আসছে, খেল দেখাবে দুর্দান্ত

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন