।। প্রতিদিন বিভাগ।।
।। মার্চ সংখ্যা।।
।। বিষয় - বসন্ত ( অণু কবিতা)-৪।।
বসন্তের অণুপঙক্তিরা
তপনজ্যোতি মাজি
[এক]
লাবণ্য এনেছো পূর্ণঅঞ্জলি।
শিমুল পলাশ এখনো প্রান্তিক।
[দুই]
বসন্তের বয়স বাড়ে-না কোনোদিন।
প্রেম চিরায়ত কিন্তু সমকালীন।
[তিন]
তোমার স্বেদবিন্দুগুলি
দিনের শিশির ভেবে মেখেছি অম্লান।
[চার]
গ্রীষ্মের সমিধে পোড়ে
বসন্তের উদাসীন হাওয়া।
[পাঁচ]
রক্তকরবী কি বসন্তের বিদুষী রমণী?
হে নৈঃশব্দ্য! উদাসীন পুরুষ আকাশ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন