।। প্রতিদিন বিভাগ।।
।। মার্চ সংখ্যা।।
।। বিষয় - বসন্ত ( অণু কবিতা)-৫।।
বসন্ত
ফটিক চৌধুরী
১.
বিমল আনন্দ
সরু ভাঙাচোরা গলি দিয়ে
পৌঁছে গেলাম বড় রাস্তায়
সেখানে দক্ষিণ হাওয়া এসে
ভিজিয়ে দিল আমার চোখমুখ
আমি ডুবে যেতে থাকি বিমল আনন্দে।
২.
পলাশ শিমুল
শহর ছাড়িয়ে ঢুকে পড়লাম
প্রকৃতির সাম্রাজ্যে
কংক্রিটের রুদ্র চোখ কখন যে
উধাও হয়ে গেল, দেখি
চোখের সামনে দাঁড়িয়ে আছে
রাঙা পলাশ ও শিমুল।
৩.
বসন্তের উশখুশ
আমার দিন কাটে না, রাতও না
বিছানায় শুয়ে শুয়ে
জানালা থেকে টুকরো আকাশ দেখি
মেঘমুক্ত আকাশে ওড়ে শঙ্খচিল
তার ডানায় বসন্তের বিভা
আমার মনে বসন্তের উশখুশ।
৪.
প্রসন্নতার স্ফূরণ
শীত পাততাড়ি গুটিয়ে চলে যাচ্ছে
কুহুতানে ভরে উঠছে আকাশ
ফিকে রঙের আকাশে প্রসন্নতার স্ফূরণ
বিবর্ণ হলুদ পাতা খসে পড়ছে
সামনের অশোক গাছ রাঙা হবার অপেক্ষায়।
৫.
বসন্ত
ঝুমঝুম পায়ে কেউ কি নৃত্য করে গেল?
ভ্রমরের গুঞ্জনধ্বনি কি শোনা যাচ্ছে?
দক্ষিণের বারান্দা দিয়েছি খুলে
হু হু করে ঢুকে পড়ছে ফাগুন হাওয়া
মনেও ছড়িয়ে পড়ছে ফাগুনের আগুন
বসন্ত জেগে ওঠে দরজায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন