।। প্রতিদিন বিভাগ।।
।। মার্চ সংখ্যা।।
।। বিষয় - বসন্ত ( অণু কবিতা)-৬।।
বিশ্বেশ্বর রায়-র অণু কবিতা
১.
হঠাৎ ফাগুনে
ফাগুন হাওয়ার ছোঁয়ায়
মৃতপ্রায় শুকনো ডালে ধরে পাতা, ফোটে কুসুম,
তারা সুবাস ছড়ায়।
আমার মনের বন্ধ দুয়ার খুলে
ঝিমিয়ে পড়া প্রাণপাখিটা আকাশ পানে চেয়ে
আনন্দময় শীর্ষ মাস্তুলে
বসবে বলে ডানা মেলে হঠাৎ উড়তে চায়,
কিন্তু সে অসহায়।
২.
এসে গেছে মধুমাস
যেই খুলি রুদ্ধ বাতায়ন
ঈষদুষ্ণ ঝলক বাতাস এসে ছুঁয়ে দেয়
পুলকিত শরীর ও মন বুঝে নেয়
এসে গেছে মধুমাস ওড়না সরিয়ে।
৩.
ক্ষণিকা
ফাগুন এলো বহিছে দখিনা বায়,
বসন্তসখা কুহু কুহু ডেকে যায়,
পরাণ আমার করে শুধু হায় হায়,
বেলা নাহি আর সময় অন্তরায়।
তবু ফোটে ফুল, তবু জোটে অলিদল,
প্রেম এসে ঠিক খুলে দেয় অর্গল।
৪.
একটুকু ছোঁয়া
প্রগাঢ় জীবন ঝুলে আছে কার্নিস ছুঁয়ে,
যেমন ছুঁয়ে থাকে বসন্ত শীত-গ্রীষ্মকে।
শুধু ক্ষণিকের ছুঁয়ে থাকা, নয় যাপন----
ছুঁয়েই পালিয়ে যায় বসন্ত বাতাস।
৫.
প্রেম আসে
কানামাছি খেলার মতন হয়তো বা পারে ছুঁতে
হয়তো পারে না, তবুও তো বয়ে যায় ফাগুন বাতাস।
জীর্ণ পাতা ফেলে দিয়ে নবপত্রে সাজে বৃক্ষ-লতা,
ফুল ফোটে, অলি জোটে, প্রেম এসে ডাক দিয়ে যায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন