।। প্রতিদিন বিভাগ।।
।। মার্চ সংখ্যা।।
।। বিষয় - বসন্ত ( অণু কবিতা)-৭।।
দেবাশীষ সরখেল-র অণু কবিতা
১.
হাতে হাত, চোখে চোখ
পলাশ কাঁপছে টক টক।
লোহার শিকে পুড়ছে হা৺স মাংস
মোহন গন্ধে ভরা মহুলের তল।
২.
গান নাই মান অভিমান নাই
ওষ্ঠে অধর
মধ্যনদীতে নৌকো খানি
চারপাশে অবিরামজল
চারপাশে না বলা বাণী
৩.
যে দৈত্যটি বহুদিন জেগেছিলো তোমার ভেতর,
ছিল বাজনা রকমারি।
আপাতত চোখে ঘুম তার,
আছে মিলনমেলায
৪.
গান নাই মান অভিমান নাই
ওষ্ঠে অধর
মধ্যনদীতে নৌকো খানি
চারপাশে অবিরামজল
চারপাশে না বলা বাণী
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন