।। প্রতিদিন বিভাগ।।
।। ফেব্রুয়ারি সংখ্যা।।
।। বসন্তের চাঁদ - ১৪।।
বসন্তের চাঁদ
অলোক চট্টোপাধ্যায়
এই ঘর প্রাচীন হয়েছে।
ক্লান্তিকর রক্ষণাবেক্ষণ ।
নোনা ধরা দেওয়ালে ফাটল,
পলেস্তারা খসে খসে পড়ে।
কোনে কোনে জমে ওঠা ঝুল।
কুশ্রীতা জড়িয়ে আছে সব খানে।
পুরোনো আসবাবপত্র
অতীত গৌরব চিহ্ন আজ অর্থহীন।
রাত নামে।
আলো নিভে নেমে আসে আব্রু টানা
গাঢ় অন্ধকার।
এবং তখনই -
একফালি জানলার কার্ণিশে
অতর্কিতে উঠে আসে বসন্তের চাঁদ।
তাতার দস্যুর মত জীর্ণ ঘরে হানা দেয়
জ্যোৎস্নার প্লাবন।
অলৌকিক আলোকের মায়া সঞ্চরণে
প্রাচীন ঘরটি জেনে যায়
প্রতি মুহূর্তের এই ক্ষয়ে যাওয়া মরে যাওয়া
হেরে যাওয়া
অন্তিম সত্য নয়। এরপরও আছে
অনিঃশেষ স্বপ্ন আর অনন্ত জীবন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন