।। প্রতিদিন বিভাগ।।
।। ফেব্রুয়ারি সংখ্যা।।
।। বসন্তের চাঁদ - ১৩।।
সেই ফেব্রুয়ারী মাস
অর্ণব মিত্র
শুকনো পাতা পড়ে আছে চারিদিকে
রোদে ভাসা পথ চলে গেছে রেল-কোয়ার্টার-এর পাশ দিয়ে
বসন্ত এসেছে আজ লাল মাটির অলিগলিতে
ও নীল আকাশে।
মনে পড়ে তিরিশ বছর আগের সেই ফেব্রুয়ারী মাস
হিমেল হাওয়ায় ঝলমলে রোদে টিউশন থেকে ফেরা,
আর মনে পড়ে
এমনই এক বসন্তদিনে অন্তরাকে দিয়েছিলাম প্রেমের চিঠি
চিঠি পাওয়ার পর দু’দিন অন্তরা টিউশন আসেনি।
তারপর কেটে গেছে তিরিশ বছর
তবু আজো মনে আছে চিঠি দেওয়ার পর-
সেই বারবার ফিরে তাকানো তাঁর চলে যাওয়ার দিকে,
সেই
দিনের পর দিন দেখা না হওয়ার ক্লান্তি
মনে পড়ে একের পর এক কেটে যাওয়া সেই সব শূন্য বিকেলগুলো
রাতের গলি দিয়ে সেই হতাশ মনে বাড়ি ফেরা
আর মনে পড়ে এখনো সেই প্রত্যাখান- ও তাঁকে চিরতরে হারানোর ভয়।
স্বাস্থই সম্পদ
----------------
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন