লেবেল

শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫

।। প্রতিদিন বিভাগ।। ।। ফেব্রুয়ারি সংখ্যা।। ।। বসন্তের চাঁদ - ১২।। এলো যে বসন্ত — দীনেশ সরকার।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।




।। প্রতিদিন বিভাগ।। 

 ।।  ফেব্রুয়ারি সংখ্যা।। 

  ।। বসন্তের চাঁদ - ১২।



এলো যে বসন্ত

দীনেশ সরকার

 

শীতের শেষে রঙিন বেশে এলো যে বসন্ত

শাখে শাখে কুহু ডাকে খুশির নেই কো অন্ত।

 

কচি পাতায় বৃক্ষলতায় অপরূপ এক শোভা

সবুজের সাজ অঙ্গেতে আজ প্রকৃতি মনলোভা।

 

পলাশ শিমুল ডালভরা ফুল রঙ ছড়ালো বনে

মাথা দোলায় হৃদয় ভরায় মাতাল সমীরণে।

 

লাল লাল ফুলে উঠছে দুলে কৃষ্ণচূড়ার শাখা

ছাতিম ফোটে হৃদয় লোটে কতই সুবাস মাখা।  

 

টোপা কুল, আম্র মুকুল অলিদের গুঞ্জরণ

চিত্তে হরষ সুখের পরশ বসন্তের আগমন।

 

রঙ মেখে গায় হোলি মাতায় খোকাখুকুদের দল

নেই ভেদাভেদ নেই বিচ্ছেদ ভালোবাসাই সম্বল।

 

চাঁদের হাসি পুলক রাশি তারাদের খুনসুটি

আকাশ ভালে সুরের তালে মেঘদের ছোটাছুটি।

 

জ্যোৎস্না রাতে চাঁদের সাথে আমিও পথ হাঁটি

আয় কাছে আয় ডাকছে আমায় চাঁদ তারা আর মাটি।

 

বসন্তের চাঁদ পেতেছে ফাঁদ ভালোবাসার খেলা

কাটে রাত-দিন স্বপ্ন রঙিন ঘনায় যে কালবেলা।












কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন