লেবেল

শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫

।। প্রতিদিন বিভাগ।। ।। ফেব্রুয়ারি সংখ্যা।। ।। বসন্তের চাঁদ - ১১।। নব অনুরাগে বসন্ত ফাগে — জয়শ্রী সরকার।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 




।। প্রতিদিন বিভাগ।। 

 ।।  ফেব্রুয়ারি সংখ্যা।। 

  ।। বসন্তের চাঁদ - ১১।




নব অনুরাগে বসন্ত ফাগে 

জয়শ্রী সরকার 

স্বপ্ন আমি দেখেছিলাম তোমায় ঘিরে
ঘর বাঁধবো অনেক দূরের নির্জনতায়
সাক্ষী হবে সাগর পারের ঢেউগুলো সব
হারিয়ে যাবো ঝাউয়ের বনের স্তব্ধতাতে !
চাঁদনী রাতে খেলবো যখন বালির খেলা
ঝিনুকগুলো ঝিলমিলিয়ে উঠবে হেসে
উথাল-পাথাল ঢেউয়ের ভেলায়
লোনা জলে ভাসতে গিয়ে পাড়ি দেবো
অচিনপুরীর নিঝুম নিরুদ্দেশে !

স্বপ্ন আমি দেখেছিলাম তোমায় নিয়ে
সূর্য যখন পাটের পথে ফিরবে তুমি শ্রান্ত দেহে
তখন আমি সোহাগ প্রাণে
মনমহুয়ায় আবির ঢেলে
আলতো ছোঁয়ায় মুছিয়ে দেবো
ক্লান্ত কপোল তোমার !

স্বপ্নে আমি এঁকেছিলাম তোমার ছবি
দিনের শেষে দাওয়ায় বসে
স্নিগ্ধ ছোঁয়ায় মিষ্টি হেসে
বানিয়েছিলাম নিখাদ প্রেমের
জ্বলন্ত এক তাজমহল !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন