।। প্রতিদিন বিভাগ।।
।। ফেব্রুয়ারি সংখ্যা।।
।। বসন্তের চাঁদ - ১০।।
বসন্তের চাঁদ
অরিন্দম চট্টোপাধ্যায়
অনেক কিছুই আর দৃশ্যগত নয় তবুও দৃশ্যগত হয়ে ওঠে কখনও কখনও মনোভূমি জুড়ে
বসন্তের চাঁদের মতো।
কেমন যেন একটা উচাটন।
অনেক কিছুই আর ধরা যায় না। শিমুল তুলোর মতন ভেসে ভেসে কোথায় যে চলে যায় বসন্ত হাওয়ায়। দৃশ্য ভাসে...
কেমন যেন এ এক অদ্ভুত ব্যাকুলতা।
অনেক কিছুই পথে খুঁজে পাই না। যে পথে একদিন যাতায়াত ছিল। নিরন্তর খুঁজি।শুধু পড়ে আছে এখন রঙিন পলাশ।
কেমন যেন উৎকণ্ঠিত হয়ে উঠি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন