লেবেল

মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫

।। প্রতিদিন বিভাগ।। ।। ফেব্রুয়ারি সংখ্যা।। ।। বসন্তের চাঁদ - ৯।। এক নির্জন স্টেশন — তন্দ্রা ভট্টাচার্য্য।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 



।। প্রতিদিন বিভাগ।। 

 ।।  ফেব্রুয়ারি সংখ্যা।। 

  ।। বসন্তের চাঁদ - ৯।




এক নির্জন স্টেশন

   তন্দ্রা ভট্টাচার্য্য 


ন‍্যাড়া পোড়ার পর ধোঁয়ায় ভরে গেল চারপাশ 

আমগাছের কচি কচি মুকুল কালো হয়ে কেঁপে কেঁপে উঠল ।

সেই  আলো অন্ধকারে  কুৎসিত স্পর্শের আঁচটা  পেলাম।

সারারাত জাগলাম ভয় সহ  পূর্ণ চাঁদকে সঙ্গে নিয়ে 

সকাল হলেই আবার রং, আবির  চেনা যায়না চেনা মুখের অচেনা মানচিত্রের মন।

যে মানুষটি আমাকে এক বিন্দুও  রং  দিলনা ঠিকই।

বসন্তের সকল অলংকার দিয়ে  সে একটি নদী উপহার দিল। 

আমিও দিলাম অনেক  দূরে    উন্মাদ হয়ে ফুটে থাকা  শিমুল পলাশ ঘেরা এক নির্জন স্টেশন।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন