লেবেল

সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫

। প্রতিদিন বিভাগ।। ।। ফেব্রুয়ারি সংখ্যা।। ।। বসন্তের চাঁদ - ৮।। বসন্তের চাঁদ — তীর্থঙ্কর সুমিত।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 



।। প্রতিদিন বিভাগ।। 

 ।।  ফেব্রুয়ারি সংখ্যা।। 

  ।। বসন্তের চাঁদ - ৮।



বসন্তের চাঁদ 

তীর্থঙ্কর সুমিত 

কত সকাল এভাবে নষ্ট হতে হতে
মুছে গেছে আলোর বিকেলে
অনন্ত যাত্রার পদাবলী
লেখা আছে তোমার ইচ্ছে কথায়
তুমি ডানা মেললে
অভূত প্রাণশক্তি ফিরে পায়
আমার ভালোবাসার কথন
মনে না রাখা তোর্সার বুকে
সবুজ খামে ভেসে গিয়েছিলো
কত অজানার আত্মহনন

বসন্তের চাঁদ উঁকি দেয় ভালোবাসার আড়ালে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন