লেবেল

শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫

। প্রতিদিন বিভাগ।। ।। ফেব্রুয়ারি সংখ্যা।। ।। বসন্তের চাঁদ - ৬।। হৃদয় কক্ষ — পুষ্প সাঁতরা।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।




। প্রতিদিন বিভাগ।। 

 ।।  ফেব্রুয়ারি সংখ্যা।। 

  ।। বসন্তের চাঁদ - ৬।





হৃদয় কক্ষ

পুষ্প সাঁতরা


নিঃসঙ্গ  নবীন চাঁদের কাছে এলাম অলক্ষে
হাতপাতি হৃদয়বান টানে হৃদয় তার  কক্ষে।

ব্যাকুল বুকের বাতাসে সুধা স্নিগ্ধ চারা
চঞ্চল মনে আবেগের বসন্ত রসধারা।

বিরামহীন দহনে ছায়াতে নিলাম শরণ
ফিরিয়ে দেবে চাঁদ হোক তবে আমার মরণ।

অনুরাগ জ্যোৎস্নায় শুরু করো আলাপন
যৌবন পুষ্প নিয়ে দাঁড়িয়েছি মহেন্দ্র ক্ষণ।

ওগো চাঁদ তোমার রূপ অরূপের আলোগান
ভালবাসি বলে বেজে ওঠে কাজরি কলতান

চাঁদের ভিতর তরী বেয়ে ছিল স্বপ্ন সহজিয়া
হরিণ হৃদয়ে রিনিরিনি বাজে পিয়া পিয়া।

মোহময়  অন্দরমহল জ্যোৎস্নাতে  ফেলেছি নোঙর
ফুলের ভিতর রচনা করেছি কিছু কবিতার স্বর।

তরল জ্যোৎস্নায় আটকা পড়েছি ভেঙে গেছে বাঁধ
দাও আলো ডানা প্রিয়তম বসন্তের চাঁদ।
 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন