এখন তুমি আসছো কেন কন্যাহারা ঘরে
তখন কতো ডাক দিয়েছি কান্না-আকুল স্বরে?
দস্যুরা সব দাপিয়ে গেল ঘর-উঠোন জুড়ে
তোমায় তখন পাইনি মাগো মাথা ঠুকে মরে...
অভয়া-লক্ষ্মী-তামান্নাদের শেষ করেছে ওরা,
ওদের নিয়েই চলছে এ দেশ, ওরাই ভুবন ভরা।
মাগো যদি এবার ওদের দিত পারো শাস্তি
সেটাই হবে দেশের সবার মনের পরম প্রাপ্তি...
তা যদিনা পারো মাগো আর এসোনা ঘরে
কন্যাশোকেই বাঁচব নাহয় বুকে আগুন ভরে...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন