।। প্রতিদিন বিভাগ।।
।। জানুয়ারি সংখ্যা।।
।। বিষয় - শীত মানে-ই পার্বণ - ৫।।
শীতের নিঃশব্দ আলো
মাহমুদ হাসান সজীব
শীতের সকালে কুয়াশা নামে চুপচাপ,
কুয়াশার চাদর গায়ে জড়িয়ে আসে হিমেল হাওয়া।
শিশির ভেজা ঘাসের ডগায় রোদের নরম পরশ,
সূর্য উঁকি দেয় ধীরে, ছড়িয়ে দেয় লালিমা।
নীরব রাস্তায় পায়ের শব্দ ধীরে হাঁটে,
পাখিরা ডাকে না আজ, নীরবতা গভীর।
চায়ের ধোঁয়ায় জেগে ওঠে অলস মন,
কম্বলের ভেতর স্বপ্নগুলো হয় আরও কাছের।
গাছের পাতায় মুক্তার মতো ঝলমল জল,
চুলার আগুনের ধোঁয়ায় জেগে ওঠে স্মৃতি।
পিঠা-পায়েস আর খেজুর রসের মিষ্টি গন্ধে,
শৈশব ফিরে আসে ঠান্ডা আলোয় চুপিচুপি।
শীতের সকাল—
নিস্তব্ধতার ভেতর জ্বলে ওঠে নরম আগুন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন