।। প্রতিদিন বিভাগ।।
।। জানুয়ারি সংখ্যা।।
।। বিষয় - শীত মানে-ই পার্বণ - ৩।।
পার্বণ
অমিত কাশ্যপ
বেলাকোবা, কি বললে, বেলা-অবেলা
বিকেল পড়ে আছে গ্রামীণ জনপথে
অমূল্য মন্দিরের গায়ে শীত পার্বণের মেলা বসবে
ঝমঝম করে নগরী থেকে আসবে যাদু সম্রাটের খেলা
হাঁড়ি-খুন্তির ওপর সংসার সেজে উঠবে
পথ ভেঙে চলছে মাতব্বর, গ্রাম্য মানুষ, হাটুরে
অমূল্য মন্দির, জনে জনে প্রশ্ন চলে আর এগয়
পথের বাঁকে বাঁকে অন্ধকার বসে আর জড়ায়
মেলার আলো, বাদ্যি, নাগরদোলা, জিলিপি
রতনকাকা বলেছিল, মন্দির, সবই তো অমূল্য, খোঁজ
আত্মার মধ্যে, বহুর মধ্যে, আবিশ্বে
রতনকাকা নেই, আমি হাঁটি, মেলায় নাকি মিলন হয়
হিম আশেপাশে, উত্তরের শীত সেই অন্যরকম
অনেক মেলায় সেই আখ্যান, স্বপ্নে পাওয়া দেউল 'আমি আছি'
কুয়াশা সরিয়ে বিগ্রহ, তারপর জনশ্রুতি
পৌষ ঘিরে তাঁর তিথিপালন, পৌষ ঘিরে তাঁর পার্বণ

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন