লেবেল

শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬

আজ থেকে প্রকাশিত হবে... অঙ্কুরীশা-র পাতায়... ।। প্রতিদিন বিভাগ।। ।। জানুয়ারি সংখ্যা।। ।। বিষয় - শীত মানে-ই পার্বণ।। আজকের কলমে - শূন্য স্মৃতির ঝুলি — মুক্তি দাশ।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 


         ।। প্রতিদিন বিভাগ।। 

        ।। জানুয়ারি সংখ্যা।। 

       ।। বিষয় - শীত মানে-ই পার্বণ।। 




শূন্য স্মৃতির ঝুলি 

মুক্তি দাশ 


রোদ পোহানো শীতের দিন 
হারিয়ে গেছে কবে -
চাদর, টুপি লেপ-কম্বলে
শীত কি জব্দ হবে?
মিঠে-কড়া রোদ ঝলমল 
শীতের সকাল বেলা,
চিড়িয়াখানায় দেখতে যাব 
পশুপাখির খেলা।
পৌষ-পার্বণ মেলা বসে
সে কোন্ বিন্দুপুরে,
নাগরদোলায় চড়বো বলে 
ছুটছি দিন-দুপুরে।
হারিয়ে গেছে নলেন গুড়ের 
পায়েস, পিঠে-পুলি।
এখন শুধুই কেক-প্যাস্ট্রি -
শূন্য স্মৃতির ঝুলি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন