লেবেল

শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫

।। প্রতিদিন বিভাগ।। ।। সেপ্টেম্বর সংখ্যা।। ।। বিষয় - মা আসছেন—৪।। ছেঁড়া শরতে আসছেন মা শারদা —জয়ন্ত চট্টোপাধ্যায়।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 



   ।। প্রতিদিন বিভাগ।। 

     ।।  সেপ্টেম্বর সংখ্যা।। 

   ।। বিষয় - মা আসছেন—৪।।




ছেঁড়া শরতে আসছেন মা শারদা
জয়ন্ত চট্টোপাধ্যায়

কাশে র বনে কেউ ছড়িয়েছে কিছু পেঁজাতুলো এনে
বর্ষামেঘ সরিয়ে কে যেন এনেছে হারানো শরৎ টেনে
ঝুমঝুম বাজছে জলের ঘুঙুর শুধু টুপটাপ টুপটুপ
ফুটিয়েছে ছবি অপরূপ তার জন্য বসে আছি চুপ।

হাওয়ায় কি ভাসমান সুখ ? শুধু এত নাই নাই যদি
বুকে শুধু কিছু ঘোলাজল, নাই বালি, কাঁদে মরানদী
শুধু কাদা মেখে উপুড় হরিনাম গায় শ্রীরাধার মতো
সবাই অবজ্ঞাতে ফেরে, হয়তো আক্ষেপও সাধ্যমতো।

সমতার স্বপ্ন দেখতে কষ্ট হয়, কিছুই তো হলো না
আর কি হবে ? সব যে হারিয়ে গেল, গর্তের ছলনা
বিলাসের পাশে কত বিক্ষত মুখ, স্বপ্নপোড়া ছাই মেখে
গুহার প্রত্নকলা হয়ে যায়, তুমিও কি কষ্ট পাও দেখে?

তবে প্রতিকার আনো, প্রকৃত অসুর জব্দ করো মা
বিশ্বাস ফেরাও তাদের বুকে যারা ছলনা জানে না
ভাবে, তোমার অমিত দয়া সবকিছু ঠিক করে দেবে
তারাও খুশিমনে প্রাণ ভরে উৎসবের আনন্দ নেবে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন